শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফর্মে ফেরার রহস্য জানালেন কোহলি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুর প্রথম ম্যাচগুলোতে খুঁজে পাওয়া যাচ্ছিলো না চিরাচরিত বিরাট কোহলিকে। একের পর এক ব্যর্থতা সমালোচনার শিকার হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর এই দলপতিকে। প্রথম তিন ম্যাচে ১৪, ১ এবং ৩ রানে সাজঘরে ফিরলেও চতুর্থ ম্যাচে নিজের চিরাচরিত রূপ নিয়ে হাজির হয়েছিলেন আইপিএলের মঞ্চে।

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৩৯ বলে ৪৩ করে নিজের স্বরূপে ফেরার জানান দিয়েছিলেন এই অধিনায়ক। রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলেন ৫৩ বলে ৭২ রানের এক ঝড়ো ইনিংস। তারপর সর্বশেষ চেন্নাইয়ের বিপক্ষে খেলেন ৫২ বলে ৯০ রানের দুর্দান্ত এক ইনিংস।

বাঁহাতি এই ব্যাটসম্যান মনে করেন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সুপার ওভারটি তাঁকে ফর্মে ফিরতে মুখ্য ভূমিকা পালন করেছে। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ শেষে কোহলি বলেছেন, ‘সেই সুপার ওভারে আমাকে মারতেই হতো। নাহলে আমরা হেরে যেতাম। আর এরপরই আমার নিজেকে মুক্ত মনে হচ্ছিলো। তারপর থেকেই আমি অনুশীলনে উপভোগ করা শুরু করি। পরবর্তি কিছু সেশনে আমি ভালোই ব্যাটিং করেছিলাম। গেল ম্যাচেও বেশ কিছু ভালো শট খেলতে সক্ষম হয়েছি। আজকেও আমি চেষ্টা করেছি।’

আনন্দবাজার/এফআইবি

আরও পড়ুনঃ  ৭৩ রানের লিড নিয়ে দিন শেষ করল টাইগাররা

সংবাদটি শেয়ার করুন