শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সানরাইজার্সের বিপক্ষে মুম্বাইয়ের রানের পাহাড়

আইপিএলে আজ রবিবার দিনের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের সামনে বিশাল রানের লক্ষ্য দিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। কুইন্টন ডি ককের ঝড়ো হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৮ রান করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

দ্বিতীয় উইকেটে ৪২ রানের জুটি গড়েন সূর্যকুমার যাদব আর কুইন্টন ডি ককের। এ জুটিতে যাদবের অবদানই বেশি। এ সময় ১৮ বলে ৬ বাউন্ডারিতে ২৭ রান করা এই ব্যাটসম্যানকে আউট করেন সিদ্ধার্থ কাউল।

তবে ঠিকই ব্যাট চালিয়ে খেলতে থাকেন কুইন্টন ডি কক। ছক্কা হাঁকিয়ে ৩২ বলে ফিফটি পূর্ণ করেন বাঁহাতি এই দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান। ইশান কিষাণকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে ৪৪ বলে ৭৮ রানের জুটি গড়ে শেষ পর্যন্ত রশিদ খানের ফিরতি ক্যাচ হন ডি কক।

যদিও ৩৯ বলে গড়া তার ৬৭ রানের ঝড়ো ইনিংসটি খেলে সাজ ঘরে ফিরেন কক। এর পরের ওভারে সন্দ্বীপকে তুলে মারতে গিয়ে মনিশ পান্ডের সুপারম্যান-ক্যাচ হন ২৩ বলে ৩১ করা কিষাণ।

শেষে পর্যন্ত হার্দিক পান্ডিয়া আর কাইরন পোলার্ডের আবদানে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৯ রান টার্গেট ছুড়ে দেয় মুম্বাই। ১৩ বলে ৩ ছক্কায় তার সঙ্গে ২৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন পোলার্ড।

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  বিকেএসপির মাঠে ধরা পরল দত্ত আকৃতির এক মাগুর!

সংবাদটি শেয়ার করুন