শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সেঞ্চুরিতে থামলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার

ভারতের প্রবীনতম ক্রিকেটার বসন্ত রাইজি বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। মুম্বাইয়ে স্ত্রী এবং দুই কন্যার সঙ্গে বসবাস করতেন তিনি।

শনিবার রাইজির জামাতা সুদর্শন নানাভাতি ভারতীয় গণমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, মুম্বাইয়ে নিজ বাসভূমে ১০০ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটের সাবেক এ ব্যাটসম্যান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি আরও বলেন, ‘তিনি (রাইজি) বার্ধক্যজনিত কারণে দক্ষিণ মুম্বাইয়ে নিজ বাসভূমে রাত ২.২০ মিনিটে ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেন’।

ডানহাতি এই ব্যাটসম্যানের নাগপুরে ১৯৩৯ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়। এক প্রীতি ম্যাচে কেন্দ্রীয় রাজ্য ও বেরার বিপক্ষে খেলতে নামেন তিনি। তার সতীর্থ ছিলেন সিকে নাইডু, মুশতাক আলী, বিজয় হাজারে এবং লালা অমরনাথের মতো ক্রিকেটাররা।

আনন্দবাজার/এস.কে

আরও পড়ুনঃ  মেসির জোড়া গোলে বার্সার দারুণ জয়

সংবাদটি শেয়ার করুন