শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সাতজন করোনা আক্রান্ত বার্সা শিবিরে!

লা লিগা মাঠে ফিরছে আগামী ১১। লিগা কর্তৃপক্ষ প্রথম দুই রাউন্ডের সূচিও প্রকাশ করেছে। সূচি অনুযায়ী ১৩ জুন রিয়াল মায়োর্কার মাঠে খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। এমন অবস্থায় দুঃসংবাদ শোনা যাচ্ছে বার্সেলোনাকে নিয়ে।

বার্সেলোনার নাকি পাঁচজন খেলোয়াড় ও দুই কোচিং স্টাফসহ সাতজন করোনায় আক্রান্ত এমনটাই শোনা যাচ্ছে। এমনটাই জানিয়েছে স্পেনের কাতালানভিত্তিক রেডিও স্টেশন আরএসিওয়ান। কিন্তু কোন পাঁচ ফুটবলার করোনায় আক্রান্ত তা জানা যায়নি।

প্রতিবেদন থেকে জানানো হয়, বার্সায় পাঁচ ফুটবলারের করোনা ধরা পড়েছে। তবে তাঁদের কারোরই এই রোগের কোনো উপসর্গই ছিল না। ক্লাবের অনুশীলন শুরু আগে করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক ছিল। তখনই তাঁদের করোনা পজিটিভ আসে। কিন্তু কাতালান ক্লাবটি বিষয়টি গোপন রেখেছে।

আনন্দবাজার/এস.কে

আরও পড়ুনঃ  এক পোস্টেই আয় ৮৪ কোটি!

সংবাদটি শেয়ার করুন