রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সিরি-এ শুরু হচ্ছে না ১৪ জুনের আগে

প্রানঘাতী করোনা ভাইরাসের জন্য গত ৯ মার্চ থেকে ইতালিয়ান মৌসুম বন্ধ করে দেয়া হয়। ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) জানিয়েছে, সিরি-এ সহ দেশের অন্যান্য সব ধরণের প্রতিযোগিতা আগামী ১৪ জুনের আগে শুরু করা কোনভাবেই সম্ভব নয়।

ফুটবল মাঠে ফেরানোর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছিল ১৩ জুন। তবে ইতালিয়ান ফুটবল সরকারের নির্দেশনা অনুযায়ী তারিখটি পিছিয়ে দিতে বাধ্য হচ্ছে।

তবে ইতালিয়ান প্রধানমন্ত্রী গুইসেপ্পে কন্টে জানান, তিনি আরো বেশী নিশ্চয়তা চান ফুটবল মৌসুম শুরু করার চূড়ান্ত সিদ্ধান্ত দেবার পূর্বে। জানা যায়, খুব শিগগিরই কন্টের সঙ্গে ইতালিয়ান ফুটবলের শীর্ষ কর্তারা আলোচনায় বসবেন।

আনন্দবাজা/এস.কে

আরও পড়ুনঃ  পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড

সংবাদটি শেয়ার করুন