শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইংলিশ ক্রিকেটাররা অনুশীলনে ফিরছেন করোনার মধ্যেই

যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৩ হাজারের মতো, ৩৩ হাজারের ওপরে মারা গেছেন। সেখানের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। তার পরও মাঠে খেলা ফেরানোর প্রস্তুতি চলছে দেশটিতে।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) অনুমতি দিয়েছে, আগামী সপ্তাহ থেকে দেশের বিভিন্ন ভেন্যুতে ক্রিকেটারদের অনুশীলন করার। তবে দলগতভাবে নয়, তাদের অনুশীলন চলবে সামাজিক দূরত্ব মেনে ব্যক্তিগত সেশনে।

ইসিবি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, কাউন্টি থেকে ডাক পাওয়া এবং কেন্দ্রীয় চুক্তিতে থাকা বোলার রা প্রথম দুই সপ্তাহ অনুশীলন করবেন। যখন তারা কাঙ্খিত পর্যায়ে পৌঁছাবেন, তারপর ব্যক্তিগত সেশন শুরু হবে ব্যাটসম্যান এবং উইকেটরক্ষকদের।

খেলোয়াড়দের সবার তাপমাত্রা পরীক্ষা করে ছাড়পত্র দেয়া হবে, মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরকারি সব নির্দেশনা। যেহেতু ড্রেসিংরুম খোলা হবে না, খেলোয়াড়-স্টাফদের ট্রেনিং কিটস নিয়েই মাঠে প্রবেশ করতে হবে।

এদিকে, পুরুষদের অনুশীলন শুরুর অনুমতি দিলেও নারী ক্রিকেটের জন্য আরও একটু সময় অপেক্ষা করতে চায় ইসিবি। জুনের শেষ দিকে হয়তো মেয়েরা অনুশীলনে ফিরতে পারবেন।

আনন্দবাজার/এস.কে

আরও পড়ুনঃ  পঞ্চমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

সংবাদটি শেয়ার করুন