শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন্স ও ইউরোপা লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত

করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতি বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের ম্যাচ। শুক্রবার (৩ এপ্রিল) এক বিবৃতিতে উয়েফা এ তথ্যটি নিশ্চিত করেছে।

করোনার কারণে স্থগিত করা হয়েছে ইউরো-২০২০ এর প্লে অফ ম্যাচ এবং নারী ইউরোর বাছাই পর্বের ম্যাচ। সূচি অনুযায়ী এবারের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের ফাইনাল ম্যাচ মে মাসে হওয়ার কথা ছিল। কিছুদিন আগেও হয়েছে নক আউট পর্বের খেলা। তবে পরিস্থিতি ভয়াবহ হয়ে পড়ায় সকল ম্যাচ স্থগিত ঘোষণা করল উয়েফা।

এদিকে জুনের শেষ নাগাদ খেলা শুরু করতে না পারলে এবারের মৌসুমটাই শেষ করতে না পারার শঙ্কা তৈরি হবে বলে জানিয়েছেন সংস্থাটির সভাপতি। এর আগে ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ। আর এবারের ইউরো চ্যাম্পিয়নশিপ এক বছর পিছিয়ে ২০২১ এ নিয়ে যাওয়া হয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  মুজিববর্ষের টি-টোয়েন্টি ম্যাচ ও কনসার্ট স্থগিত

সংবাদটি শেয়ার করুন