শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এমবাপ্পেকে নিয়ে শঙ্কায় পিএসজি

প্রথম লেগে জয়ের নায়ক এবং দ্বিতীয় লেগেও পিএসজির বড় ভরসা কিলিয়ান এমবাপ্পে। তবে তাদের সম্ভাবনার আকাশে হঠাৎই শঙ্কার কালো মেঘের আনাগোনা। অনুশীলনে চোট পেয়েছেন ফরাসি এই ফরোয়ার্ড ফুটবলার। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে বুধবার তাকে পাওয়া নিয়ে এখন অনিশ্চয়তায় পিএসজি।

পিএসজির মেডিকেল বিভাগ বিবৃতিতে জানিয়েছে, সোমবার দলের অনুশীলনে বাঁ পায়ে আঘাত পান এমবাপ্পে। দ্রুতই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, রিয়ালের বিপক্ষে ম্যাচ থেকে বুঝি ছিটকেই যাবেন তিনি। কিন্তু পরীক্ষায় ততটা গুরুতর কিছু ধরা পড়েনি।

অবশ্য তার মাঠে নামা বা নামলেও পুরো সময় খেলা নিশ্চিত নয় এখনও। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর তার অবস্থা আরেকবার পরীক্ষা করে দেখা হবে।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে নিজেদের মাঠে এমবাপ্পের শেষ সময়ের দুর্দান্ত গোলে রিয়ালকে হারায় পিএসজি। বুধবার রিয়ালের মাঠে হবে দ্বিতীয় লেগ।

গত শনিবার নিষেধাজ্ঞার কারণে লিগ ওয়ানে নিসের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি এমবাপ্পে। সেই ম্যাচে বাজে খেলে ম্যাচটি হেরে যায় পিএসজি।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  ইংলিশ পরীক্ষায় ফেল শ্রীলঙ্কা, বিদায় অস্ট্রেলিয়ার

সংবাদটি শেয়ার করুন