শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

মিরসরাইয়ে ভোট দিতে এলেন শতবর্ষী হেমন্ত নাথ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টা থেকে। এদিন সকাল সাড়ে ১০টার দিকে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই নাতির হাতে ভর দিয়ে ভোট দিতে এসেছেন শতবর্ষী এক বৃদ্ধা হেমন্ত নাথ।

নাতি অরুণ নাথের (৩৬) দাবি, তার দাদীর বয়স প্রায় ১শ বছর। নিজে একা চলার শক্তি হারিয়েছেন হেমন্ত নাথ, কানে কম শোনেন।কথাও বলতে কষ্ট হয় খুব৷ তবে ভোট দেওয়ার প্রতি তার খুব আগ্রহ ছিল, তাই সিএনজি করে নাতিরা ভোট দিতে নিয়ে এসেছেন।

তার নাতিদের সঙ্গে যখন কথা হচ্ছিল, হেমন্ত নাথ তখন সবার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিলেন। নাতি অরুণ বলেন, ‘দাদীকে এনে ভোট দিতে পেরে ভালো লাগছে। উনার একটা ইচ্ছে পূরণ করতে পারলাম।’

হেমন্ত নাথকে ভোট দিতে সহায়তা করেন কেন্দ্রটির পোলিং অফিসার রেবেকা সুলতানা। এসময় তিনি হেমন্ত নাথের কাছে জানতে চান, ভোটকক্ষে আপনার সঙ্গে আপনার নাতি যাবে? হেমন্ত নাথ মাথা নেড়ে সায় দেন। ইশারায় জানান, তিনি কানে কম শোনেন।

তারপর গোপন কক্ষে গিয়ে ভোট দেন৷ হেমন্ত নাথের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাটের ছত্তরুয়া গ্রামের নিতার বাড়ির বাসিন্দা৷

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  চাহিদা নামলো অর্ধেকে কমলো না ডিমের দাম

সংবাদটি শেয়ার করুন