শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

অভিযানে জব্দ ১৪ লাখ টাকার কারেন্ট জাল

অভিযানে জব্দ ১৪ লাখ টাকার কারেন্ট জাল

মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার বন্ধে বিশেষ কম্বিং অভিযানে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ। গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিশেষ এ অভিযানের দ্বিতীয় ধাপের অষ্টম দিনে আগুনমুখা নদীতে অভিযান পরিচালনা করে কয়েকটি পয়েন্ট থেকে ওইসব অবৈধ জালগুলো জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ড রাঙ্গাবালী আউটপোস্ট কন্টিনজেন্ট কামান্ডার।

অভিযান শেষে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল হক বাবুল-এর নির্দেশে ফুলখালী স্লুইস ঘাট এলাকায় জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার মূল্য আনুমানিক ১৪ লাখ টাকা। বাংলাদেশ কোস্ট গার্ড রাঙ্গাবালী আউটপোস্ট কন্টিনজেন্ট কামান্ডার এন ইউ আরিফ বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল হক বাবুল বলেন, ‘নদ-নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধে বিশেষ কম্বিং অভিযান চার ধাপে পরিচালনা করা হবে’

আনন্দবাজার/এম.আর

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ফরিদপুরে কুমার নদের দূষণ-দখল বন্ধে নৌ র‌্যালী

সংবাদটি শেয়ার করুন