বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

১৫ই নভেম্বর থেকে চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা, লাগবে না কোয়ারেন্টিন

১৫ই নভেম্বর থেকে চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা

করোনার কারণে দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে ভারতীয় পর্যটন ভিসা। পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী ১৫ই নভেম্বর থেকে সবার জন্য খুলে দেয়া হচ্ছে ভারতের পর্যটন ভিসা।

আগামী ১৫ই নভেম্বর থেকে পর্যটন ভিসায় ভারত ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরাও। থাকছে না কোয়ারেন্টিন অথবা বাড়তি কোন নিয়ম মানার ঝামেলা। তবে করোনার অন্যান্য বিধিনিষেধগুলো মেনে চলতে হবে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এসব কথা জানান।

বাংলাদেশী পর্যটকদের স্বাগত জানাতে অপেক্ষা করছে ভারতও উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইসামী জানান, আগামী ১৫ নভেম্বর থেকে ভিসা চালু হচ্ছে। করোনার সকল বিধিনিষেধ মেনে চলতে হবে। কারণ, ভারত-বাংলাদেশের মানুষের স্বাস্থ্যগত ঝুঁকি আমরা চাইনা। কোয়ারেন্টিন লাগবেনা, আলাদা করে বিশেষ কোন ব্যবস্থারও প্রয়োজন নেই।

এসময় পর্যটক ভিসার ক্ষেত্রে করোনা পরিস্থিতির উপর সবসময় লক্ষ্য রাখতে হবে বলেও জানান ভারতীয় হাইকমিশনার।

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  নৌকার মনোনয়ন ফরম কিনলেন সাকিব আল হাসান

সংবাদটি শেয়ার করুন