বুধবার, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

নৌকার মনোনয়ন ফরম কিনলেন সাকিব আল হাসান

নৌকার মনোনয়ন ফরম কিনলেন সাকিব আল হাসান

দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য ঢাকা–১০ ও মাগুরার দুই আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান।

শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তাঁর পক্ষে থেকে একজন প্রতিনিধি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সাকিব আল হাসান ঢাকা–১০, মাগুরা–১ ও মাগুরা–২ আসনের মনোনয়ন কিনেছেন বলে জানা গেছে।

ঢাকা বিভাগের বুথের দায়িত্বে থাকা মাহমুদুল আসাদ রাসেল ঢাকা–১০ আসনে সাকিবের মনোনয়ন ফরম কেনার কথা নিশ্চিত করেছেন। আর খুলনা বুথের দায়িত্বে থাকা শেখ মো. হাসান মেহেদী মাগুরা–১ ও মাগুরা–২ আসনের জন্য সাকিবের মনোনয়ন ফরম কেনার কথা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ঢাকা–১০ আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের শফিউল ইসলাম মহিউদ্দীন।

উল্লেখ্য, এখন পর্যন্ত সরাসরি ১ হাজার ৫০, অনলাইনে ১৪ জনসহ মোট ১০৬৪ জন আজ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ইয়াসের প্রভাবে দেশে ১৪ জেলার ২৭টি উপজেলার মানুষ ক্ষতিগ্রস্ত

সংবাদটি শেয়ার করুন