শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আর্থিক সংকটে পত্রিকা বিক্রেতারা

মহামারির করোনাভাইরসের কারণে আর্থিক সংকটে পড়েছে বরিশাল নগরীর পত্রিকা বিক্রেতারা। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানুষজন ঘর থেকে কম বের হওয়ার কারণে পত্রিকা বিক্রি অর্ধেকে নেমে এসেছে। এতে করে পরিবার নিয়ে বিপদে পড়েছেন পত্রিকা বিক্রেতারা।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পরে দেশজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। এরপর করোনার সংক্রমণ রোধে রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলা লকডাউন করা হয়েছিল। আর এ সময় জরুরি প্রয়োজন ছাড়া বরিশালেও ঘর থেকে বের হয়নি লোকজন। এতে করে প্রিন্ট পত্রিকা বিক্রি কমে যায়। তাই অনেক পত্রিকা বিক্রেতাদের রুজি রোজগার বন্ধ হয়ে যায়।

নগরীর সদর রোড এলাকার পত্রিকা বিক্রেতা সায়েম আহমদ জানিয়েছেন, লকডাউনের আগে প্রতিদিন হাজার ১২শ টাকার পত্রিকা বিক্রি হতো। করোনার কারণে এখন  মাত্র ২শ টাকা বিক্রি করতেই কষ্ট হচ্ছে। এমন অবস্থায় সরকারি কোন সাহায্য সহযোগিতা না পাওয়ায় পরিবার নিয়ে অনেক কষ্টে আছনে বলে জানান তিনি।

আরেক পত্রিকা বিক্রেতা কবির হোসেন জানান, হকাররা অনেক শ্রম দিয়ে সঠিক সময়ে পাঠকের হাতে পত্রিকা তুলে দেয় অথচ তাদের কথা কেউ ভাবে না।

রাকিবুল ইসলাম নামের এক সংবাদকর্মী বলেন, বৈশ্বিক মহামারী করোনভাইরাসের কারণে বর্তমানে পত্রিকা বিক্রেতারা চরম অনাটনে রয়েছেন। এমন অবস্থায় তাদের প্রয়োজন সরকারি সহযোগিতা।

আনন্দবাজার/এম.কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ‘ঐতিহ্য ধরে রেখে পুরান ঢাকার উন্নয়ন করতে হবে’

সংবাদটি শেয়ার করুন