শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

মধুপুরে কৃষিমন্ত্রীর পক্ষ থেকে ছয় লক্ষ টাকা বিতরণ

টাঙ্গাইলের মধুপুরে বন্যা ও করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্হ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি তার স্বেচ্ছাধীন তহবিল থেকে ২৭৮টি পরিবারের মাঝে ৬ লক্ষ টাকা বিতরণ করেন।

শুক্রবার (১৭ ই জুলাই) সকাল ১১ টায় মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মধুপুর উপজেলা পরিষদের হল রুমে এ উপলক্ষে এক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু। এ সময় আরও উপস্থিত ছিলেন মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ,উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাছির, মহিলা ভাইস চেয়ারম্যান ষষ্ঠীনা নকরেক, উপজেলা সহকারী কমিশনার( ভুমি) এম,এ, করিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুবিনা ইয়াসমিন, আওয়ামীলীগের সহসভাপতি এডভোকেট ইয়াকুব আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মীর ফরহাদুল আলম মনি সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।

এ প্রসংগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা জানান, ২৭৮ টি পরিবারের মাঝে ৬ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের পক্ষ থেকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুবিনা ইয়াসমিন এর হাতে বাড়ি বাড়ি গিয়ে করোনা টেস্টের জন্য একটি অত্যাধুনিক গাড়ির চাবি হস্তান্তর করা হয়।

আনন্দবাজার/শাহী

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ঝুঁকিপূর্ণ সাঁকোতে ৫ গ্রামের ভরসা

সংবাদটি শেয়ার করুন