শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ ৭ সাংবাদিক করোনায় আক্রান্ত

চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদসহ ৭ সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ল্যাবে ৩৩১ টি নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়।

এদের মধ্যে দৈনিক পূর্বকোণের বার্তা বিভাগের ৬০ বছর বয়সী ২ জন সাংবাদিক, দৈনিক কর্ণফুলীতে কর্মরত ৪৫ বছর বয়সী ১ জন, সময় টেলিভিশন চট্টগ্রাম অফিসের ৩১ বছর বয়সী ১ জন সাংবাদিক এবং দৈনিক দেশ রূপান্তর চট্টগ্রাম ব্যুরোর ২৭ বছর বয়সী ১ জন আলোকচিত্রীর করোনা পজেটিভ পাওয়া যায়। এছাড়া নমুনা রির্পোট পজেটিভ পাওয়া ৪৭ বছর বয়সী ১ জন সাংবাদিকের পরিচয় জানা যায়নি।

এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত সাংবাদিকের সংখ্যা দাঁড়ালো ১৪ জনে। এদিকে চট্টগ্রামে কয়েকজন সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত হলে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)র যৌথ উদ্যোগে করোনা পরীক্ষার উদ্যোগ নেয়।

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  আশ্বাসের পর আন্দোলন স্থগিত

সংবাদটি শেয়ার করুন