ঢাকা | শুক্রবার
৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আশ্বাসের পর আন্দোলন স্থগিত

আশ্বাসের পর আন্দোলন স্থগিত

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর থেকে বাস ভাড়া কিছুটা সমন্বয় করে বাড়ানো হয়েছে। কিন্তু ছাত্রদের কাছ থেকে হাফ ভাড়া না নেওয়ার অভিযোগ উঠেছে। যার ফলে গতকাল  শিক্ষার্থীরা রাজধানীর গুলশান ও বনানীতে সড়ক অবরোধ করেন।

শিক্ষার্থীরা জানান, চক্রাকার রুটে আড়াই কিলোমিটার দূরত্বে ভাড়া নেওয়া হচ্ছিল ৩০ টাকা। আজ আন্দোলনের পর গত বৃহস্পতিবার পর্যন্ত  এই রুটে শিক্ষার্থীদের কাছ থেকে ২০ টাকা করে ভাড়া নেবেন বাস মালিকরা। বৈঠকে এমনটাই জানিয়েছেন তারা।

তবে শিক্ষার্থীদের এমন ঘোষণার পর যখন টিকিট কিনতে কাউন্টারে যান, তখন ভাড়া ২৫ টাকা করে চান কাউন্টারের লোকজন। প্রতিবাদে কাউন্টার ও যাত্রী ছাউনি ভাঙচুর, বাসের কাচ ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

শিক্ষার্থীদের অভিযোগ, এই এলাকায় চলাচলকারী ‘গুলশান চাকা’ ও ‘ঢাকা চাকা’ বাস ছাড়া অন্য কোনও কোম্পানির বাস এই রুটে চলাচলও করে না। এতে শিক্ষার্থীরা কম ভাড়ায় যাতায়াত করতে পারে না।

আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে বাস মালিক, স্থানীয় কাউন্সিলর ও পুলিশ সদস্যরা। ওই বৈঠকেই আগামী বৃহস্পতিবার পর্যন্ত ২০ টাকা করে ভাড়া নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ওইদিন হাফ ভাড়া কার্যকরে বৈঠকেরও সিদ্ধান্ত হয়। এমন ঘোষণায় আন্দোলন স্থগিত করেন তারা। কিন্তু কাউন্টারে গিয়ে দেখেন, ২৫ টাকা করে ভাড়া চাচ্ছেন। এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা ভাঙচুর করেন।

পরে রাজধানীর গুলশান ও বনানীতে চলাচলকারী চক্রাকার বাসে ‘হাফ ভাড়া’ কার্যকরের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা। মালিকপক্ষের আশ্বাসের পর দুপুর আড়াইটার দিকে তারা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বেলা ১২টার দিকে বনানী-গুলশান ২ সড়কে অবস্থান নেয় বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় বিভিন্ন কলেজ-ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও।

সংবাদটি শেয়ার করুন