রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আটকে আছে রাজধানীর বিভিন্ন প্রকল্পের কাজ

করোনার কারণে আটকে গেছে রাজধানীর বিভিন্ন প্রকল্পের কাজ। ফলে যতই দিন যাচ্ছে এসব প্রকল্পের কাজ ততই  ভোগান্তি আর ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। যদিও কর্তৃপক্ষ বলছে, শিগগিরই শুরু হবে অসম্পূর্ণ থাকা সব কাজগুলো।

দেখা যায়, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অনেক সড়ক এখন খানা-খন্দে ভরা। বড় বড় গর্তগুলো দুর্ঘটনার এক একটি বড় ফাঁদ মানুষের জন্য।  অদেখা শত্রু কারণে শুধু থমকে যায়নি মানুষের জীবনই, বন্ধ হয়ে গেছে ঢাকায় চলমান নানা প্রকল্পের কাজ। যা এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এসব কাজ।

রাজধানীর মতিঝিলসহ পুরানা পল্টন থেকে বিজয় নগরে সড়কের একপাশে এমন অবস্থা কয়েক মাস ধরে। দায়িত্বশীলদের গাফিলতির কারণে অবাধে বাসা বাতছে ডেঙ্গু । এছাড়াও আরামবাগ থেকে ফকিরাপুল সড়কটিও পরে আছে কাটা ছেড়া অবস্থায় মাসের পর মাস। একই অবস্থা বঙ্গভবনের উল্টোপাশে কাপ্তানবাজারের সামনের সড়কেরও।

পথচারী এসব খানা-খন্দের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, এগুলো আমাদের জন্য এখন বিষ হয়ে দাঁড়িয়েছে। যেখান থেকে তৈরি হচ্ছে ভয়ঙ্কর ডেঙ্গু। তাই এসব কাজ খুব তারাতাড়ি শেষ করা প্রয়োজন।

আনন্দবাজার/রনি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  রাতভর বিদ্যুৎ অপচয়

সংবাদটি শেয়ার করুন