রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

একদিনে নতুন করোনায় আক্রান্ত ৩০৬ জন মৃত ৯

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৩০৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৪৪ জনে। এছাড়া এই সময়ে মারা গেছেন আরও ৯ জন। করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ৮৪ জনের।

আজ শনিবার আইডিসিআর এর নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ জন। মোট সুস্থ ৬৬ জন। হাসপাতালে থাকা ১১ জন আইসিইউতে আছেন, বাকিদের অবস্থা স্থিতিশীল।

গত ২৪ ঘণ্টায় ২১১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা সংগ্রহের সংখ্যা ২১০৯১টি। মৃত ৯ জনের মধ্যে ৬ জন ঢাকার, ২ জন নারায়ণগঞ্জের এবং একজন সাভারের।

এর আগে গতকাল শুক্রবার দেশে ২৬৬ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত হয়ে মারা যায় ১৫ জন। পরিসংখ্যানে দেখা গেছে ঢাকা শহরে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।

এর আগে বাংলাদেশে ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর ধাপে ধাপে বাড়তে আছে ভাইরাসটির সংক্রমণ।

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  গাছে গাছে ‘আলহামদুলিল্লাহ’ ও ‘সুবহানাল্লাহ’

সংবাদটি শেয়ার করুন