শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাত্র ১৫ মিনিটেই করোনাভাইরাস টেস্টের রেজাল্ট

মাত্র ১৫ মিনিটেই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত কি না তা জানা যাবে। নেদারল্যান্ডভিত্তিক সেনসিটেস্ট নামক একটি প্রতিষ্ঠান এমন একটি পদ্ধতি আবিস্কারের দাবি করেছে।
ডেইলি মেইল সূত্রে জানা যায়, সেনসিটেস্ট নামের ওই প্রতিষ্ঠানটি গত দুই মাস ধরে করোনাভাইরাস নিয়ে কাজ করছে। এ গবেষকরা জানিয়েছেন, শুধু রক্ত পরীক্ষা করেই ১৫ মিনিটে তারা জানা যাবে সেই রক্ত কভিড-১৯ পজিটিভ নাকি নেগেটিভ। অনেকটা প্রেগন্যান্সি টেস্টের মতোই খুব সহজে করা যাবে এই রক্ত পরীক্ষা।

এ বিষয়ে ডেইলি মেইলকে সেনসিটেস্টের প্রধান নির্বাহী রবার্ট ডাস জানান, পরীক্ষাটি খুবই সহজ ও সাধারণ এবং চালাকিরও বটে। এখানে মূলত দেখা হয়, নমুনা রক্তে আইজিজি ও আইজিএমের মতো অ্যান্টিবডির উপস্থিতি আছে কি না, আর থাকলেও তা কতটা? অ্যান্টিবডি দুটির উপস্থিতি নিশ্চিত হওয়া মানেই এই রক্তবাহী কভিড-১৯ এ আক্রান্ত। কারণ এই ভাইরাসটি রক্তে সংক্রমিত হলে আক্রান্তের শরীরে স্বয়ংক্রিয়ভাবেই ভাইরাসপ্রতিরোধী আইজিজি ও আইজিএমের মতো অ্যান্টিবডি সৃষ্টি হয়। শরীরে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিবডি তৈরি হলে মাত্র ১৫ মিনিটেই টেস্টের ফল পজেটিভ দেখাবে।
তবে এই টেস্টের দুটি সীমাবদ্ধতা রয়েছে বলেও স্বীকার করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রবার্ট ডাস।

তিনি জানান, প্রথমত ১৫ মিনিটেই করোনা আক্রান্ত শনাক্ত করে দিতে পারলেও এতে কিছুটা সীমাবদ্ধতাও রয়েছে। কেউ আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই টেস্ট করলে দেখাবে ফলাফল নেগেটিভ। কারণ আক্রান্তের শরীরে তখনো ওসব অ্যান্টিবডি তৈরি হওয়ার মত সময় পায়নি। এজন্য কিছুদিন সময় নিয়ে তারপর টেস্ট করাতে হবে।
দ্বিতীয়ত, আক্রান্ত রোগী সুস্থ হয়ে ওঠার পর এই টেস্ট করালে তাকে তখনও করোনা রোগী হিসাবেই দেখাবে। কারণ তখনও তার শরীর আইজিজি ও আইজিএমের অস্তিত্ব বিদ্যমান। অর্থাৎ রোগী সুস্থ হওয়ার পর এই টেস্ট আর কোনো মানে রাখে না।

আরও পড়ুনঃ  বিশ্বের সবচেয়ে প্রবীণতম ব্যক্তি তানাকাই

আনন্দবাজার/তা.তা

 

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন