শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে প্রবীণতম ব্যক্তি তানাকাই

বিশ্বের সবচেয়ে প্রবীণতম ব্যক্তি কানে তানাকাই। তিনি জাপানের নাগরিক। গত বছরের ১১ মার্চ ১১৬ বছর ৬৬ দিন বয়সে তানাকা বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসেবে স্বীকৃত পেয়েছেন।

রবিবার জাপানের দক্ষিণাঞ্চলের ফুকুওকার একটি নার্সিংহোমে ১১৭ তম জন্মদিন উদযাপনের মাধ্যমে বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তির রেকর্ডটি তিনি ধরে রেখেছেন।

জন্মদিন উপলক্ষে নার্সিংহোমের কর্মী ও বন্ধুবান্ধবদের সঙ্গে তানাকা একটি পার্টিতে যোগ দেন। স্থানীয় টেলিভিশনে সেটা সরাসরি সম্প্রচারিত হয়েছে।

আসলে তানাকার জন্মদিন ছিল জানুয়ারি ২ তারিখে। তবে পার্টির আয়োজন করা হয় ২দিন পরে। পার্টির দিন জন্মদিনের কেকের একটি টুকরা খেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তানাকা। সেই সঙ্গে আরও খাওয়ার ইচ্ছে প্রকাশ করেন তিনি।

গত কয়েক বছর ধরে জাপানে জন্ম হার কমে যাওয়ায় এবং বয়স্ক ব্যক্তির সংখ্যা বেড়ে যাওয়ায় এখানকার ভবিষ্যৎ অর্থনীতি নিয়ে ওই দেশের সরকার উদ্বিগ্ন হয়ে পড়েছে।

বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে স্বীকৃতি পাওয়া তানাকা ১৯০৩ সালে অপরিণত অবস্থায় জন্মগ্রহণ করেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, তার বিয়ে হয় ১৯২২ সালে। এরপর তানাকা চার সন্তানের জন্ম দেন । পরে অবশ্য তারা আরেক সন্তানকে দত্তকও নেন।

আনন্দবাজার/ইউএসএস

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বাউফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

সংবাদটি শেয়ার করুন