শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ছুটি বাতিল টিসিবি ও ভোক্তা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের

করোনা ভাইরাসের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে এবং পণ্যের মূল্য স্থিতিশীল রাখাসহ বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন টিসিবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সকল কর্মকর্তা ও কর্মচারির সকল প্রকার ছুটি বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে করোনাভাইরাস সংক্রমণরোধে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। এ সময়ে অতি প্রয়োজনের বাইরে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। সব মিলিয়ে দেশে একরকম লকডাউন (অবরুদ্ধ) অবস্থা শুরু হয়েছে।

আনন্দবাজার/তা.তা

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  চাহিদার চেয়ে মাছের উৎপাদন বেশি

সংবাদটি শেয়ার করুন