শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

অঙ্গনের নতুন ভিপি অথই রহমান, জিএস নজরুল ইসলাম

অঙ্গনের নতুন ভিপি অথই রহমান, জিএস নজরুল ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৪ বছরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ এর ২০২৪-২০২৫ কমিটি গঠন সম্পন্ন হয়েছে। নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অথই রহমান এবং সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম।

অঙ্গনের সভাপতি হিসেবে যথারীতি দায়ীত্ব পালন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিন।

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে আয়োজন করা হয় অঙ্গনের ৩৪ তম বর্ষপূর্তি আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠান শেষে নতুন কমিটি গঠন সম্পন্ন হয়।

অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২৪-২০২৫ কমিটি

সভাপতি: অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিন
সহ-সভাপতি: অথই রহমান

সাধারণ সম্পাদক: মো.নজরুল ইসলাম
সহ-সাধারণ সম্পাদক: জয় রায়, মানষী সাহা

সাংগঠনিক সম্পাদক: সুস্মিতা কর্মকার মিমি
সহ-সাংগঠনিক সম্পাদক: মাহবুব আলম,সৌরভ জাহান শুভ।

অনুষ্ঠান ব্যবস্থাপক: মোস্তাফিজ আহমেদ রোদেল।
সহ-অনুষ্ঠান ব্যবস্থাপক: জাকারিয়া

অর্থ সম্পাদক: সোমা চাকমা
সহ-অর্থ সম্পাদক: শামসুন্নার রুমি।

প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: শিবানি মন্ডল
সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: তানভির,সৌগত

দপ্তর সম্পাদক:জুলফা
সহ-দপ্তর সম্পাদক: চন্দ্রিমা মুমু

সঙ্গীত পরিচালক: পিকু নাথ
সঙ্গীত নির্দেশক: রাজশ্রী রুদ্র,সাফিয়া আনিস শেফা

আবৃত্তি পরিচালক: সারাহ্ সাদিয়া মারিয়া
আবৃত্তি নির্দেশক: মেহের নিগার

নৃত্য পরিচালক: অর্পিতা সুশীল অপি
নৃত্য নির্দেশক:মেহেরুন ফাল্গুনী,শতরুপা রায়

নাট্য পরিচালক:রুবাত সিদ্দিকী রাত্রি
নাট্য নির্দেশক: অরণ্য পাল

শিক্ষা ও গবেষনা বিষয়ক সম্পাদক: মেহেদী হাসান
সহ-শিক্ষা ও গবেষনা বিষয়ক সম্পাদক : আরমান সাকিব

কার্যকরী সদস্য: মাহিন জামাল ঐশি, গৌরাঙ্গ চন্দ্র বর্মণ, মো.রাকিবুল ইসলাম, সাব্বির হোসেন, হাসিবুল হাসান, সঞ্জয় কুমার, শিমুল দত্ত, রবিন ভৌমিক, লাবিব মিয়া, সমাপ্তি বড়ুয়া, শিবলি আতিয়া তন্বী ও বায়েজিদ আকবর হিমেল।

আরও পড়ুনঃ  জয়পুরহাট জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন হলো অঙ্গন। একদল সংস্কৃতিপ্রেমী তরুণ শিক্ষার্থীদের হাত ধরে ১৯৯০ সালের ১৪ ফেব্রুয়ারি এই সংগঠনের পথ চলা শুরু। এটি একটি অরাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন।

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন