শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাট জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা

জয়পুরহাট জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা

মুজিববর্ষের উপহার হিসেবে ৪র্থ পর্যায়ে ৪টি উপজেলায় জমি সহ মোট ১৩৯টি সেমিপাকা ঘর হস্তান্তর করার মধ্য দিয়ে- জয়পুরহাট জেলাকে ভূমিহীণ ও গৃহহীণমুক্ত ঘোষনা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে আনুষ্ঠানিক ঘোষণার পরপরই- জয়পুরহাট জেলার কালাইয়ে ২৫টি, ক্ষেতলালে ৩০টি, জয়পুরহাট সদরে ৪৯টি ও আক্কেলপুরে সংশ্লিষ্ট উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারে আনুষ্ঠানিক ভাবে জমির দলিল,ঘরের চাবি ও অন্যান্য কাগজপত্র সহ ৩৫টি গৃহ (মোট ১৩৯টি গৃহ ) হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে আজ সকালে জয়পুরহাট শহরের মুজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে- প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স চলাকালীন প্রধানমন্ত্রীর পক্ষে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: মহিউদ্দিন জাহাঙ্গীর ও ইউএনও আরাফাত হোসেন যুক্ত হয়ে উপস্থিত ছিলেন। অপর দিকে ক্ষেতলাল উপজেলার নির্বাহী অফিসার নুসরাত জাহান বর্নার সভাপতিত্বে ভুমি হীন দের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ।

উল্লেখ্য, ইতিপূর্বে তৃতীয় পর্যায়েই জেলার পাঁচবিবি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত মুক্ত ঘোষণা করা হয়েছিল।

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  পিঁপড়ার ডিমে জীবিকা

সংবাদটি শেয়ার করুন