শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

৭০০ টন সার নিয়ে কর্ণফুলীতে জাহাজ ডুবি, নিখোঁজ ১

৭০০ টন সার নিয়ে কর্ণফুলীতে জাহাজ ডুবি, নিখোঁজ ১

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে প্রায় ৭০০ টন সার বহনকারী এমভি মাকসুদা-২ লাইটার জাহাজ ডুবে গেছে । এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন।

সোমবার (১১ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব কান্তি নাথ বলেন, ‘গতকাল রাত ৯টা ৪০ মিনিটে সদরঘাটের কর্ণফুলী ঘাটের বিপরীতে নদীর দক্ষিণ তীরে প্রায় ৭০০ টন সার বহনকারী এমভি মাকসুদা-২ জাহাজটি ডুবে যায়।’

সঞ্জীব কান্তি নাথ বলেন, জাহাজের ১২ ক্রু সাঁতরে নৌকা ও তীরের কাছাকাছি পৌঁছতে পারলেও জাহাজে থাকা আমদানি পণ্যের এক ব্যক্তিগত প্রহরীকে খুঁজে পাওয়া যায়নি।

ঘটনাটি ঘটে বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে আমদানি করা সার নিয়ে লাইটার জাহাজটি বন্দর চ্যানেল দিয়ে এসে কোস্টগার্ডের কার্যালয়ের কাছে নোঙরের সময় ডুবে যায়।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  রায়গঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

সংবাদটি শেয়ার করুন