ঢাকা | শুক্রবার
১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রায়গঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২১ অর্থ বছরে প্রনোদনা কর্মসূচি বাস্তবায়নে রবি ও খরিপ ২০২০-২১ মৌসুমে বিভিন্ন ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার  (১৬ ই নভেম্বর) সকাল ১১ টায় রায়গঞ্জ উপজেলা পরিষদ হলরুমে সার ও বীজ বিতরণ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল আলম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার ইমন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল করিম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি রানী দাস, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোমিনুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি জিয়া উদ্দিন বাবলু সহ বিতরণী সভায় উপস্থিত ছিলেন, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিড়িয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

বিতরণী সভায় উপজেলার পৌরসভা সহ ৯ টি ইউনিয়নে ২ হাজার ২শত কৃষকের মাঝে প্রত্যেককে ডি.এ.পি ১০ কেজি, এম.ও.পি ১০ কেজি ও সরিষা ১ কেজি করে বিতরণ করা হয়।

আনন্দবাজার/শাহী/আবীর

সংবাদটি শেয়ার করুন