শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত

জয়পুরহাটে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত ' সাদা ছড়ি হাতে ধরি, স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি। '- এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের ন্যায় জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচিতে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতরের যৌথ আয়োজনে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (অতিরিক্ত জেলা প্রশাসক) মোঃ মহীউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রথমে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফরের উপপরিচালক মো ইমাম হাসিম। পরে দিবসের প্রতিপাদ্য বিষয়ের ওপরে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ আনোয়ার পারভেজ, জেলা আধুনিক জেলা হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার সরদার রাশেদ মোবারক জুয়েল, সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষ পর্বে জেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ৬জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে স্মার্ট সাদা ছড়ি বিতরণ হয়।

‘ সাদা ছড়ি হাতে ধরি, স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি। ‘- এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের ন্যায় জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচিতে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার দুপুরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতরের যৌথ আয়োজনে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (অতিরিক্ত জেলা প্রশাসক) মোঃ মহীউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রথমে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফরের উপপরিচালক মো: ইমাম হাসিম।

পরে দিবসের প্রতিপাদ্য বিষয়ের ওপরে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ আনোয়ার পারভেজ, জেলা আধুনিক জেলা হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার সরদার রাশেদ মোবারক জুয়েল, সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শেষ পর্বে জেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ৬জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে স্মার্ট সাদা ছড়ি বিতরণ হয়।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  মেয়র পদে ৬ জনের মনোনয়নই বৈধ

সংবাদটি শেয়ার করুন