শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রওশন এরশাদকে নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি ফেক: জাপা মহাসচিব

রওশন এরশাদকে নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি ফেক জাপা মহাসচিব

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এক ভিডিও বার্তায় রওশন এরশাদকে ‘জাতীয় পার্টির চেয়ারম্যান’ করা হয়েছে এবং ‘জিএম কাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে’ – এমন খবরকে ‘ফেক’ বলে অভিহিত করেছেন।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে তিনি এক ভিডিও বার্তায় এ দাবি করেন।

ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার (২২ আগস্ট) সকালে কাজী লুৎফুল কবীর নামে এক ব্যক্তি নিজে ‘প্রেস নোট (জাপা)’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি প্রেস বিজ্ঞপ্তি দেন। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, ‘দশম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ’।

জানা যায়, রওশন এরশাদের নামে করা এই প্রেস বিজ্ঞপ্তির বিষয়টি তিনি নিজেও জানেন না। আবার কো-চেয়ারম্যান হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা নিজেরাও বিষয়টি জানেন না।

জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, এটা ফেক নিউজ। যাদের নাম উল্লেখ করা হয়েছে, দলের কো-চেয়ারম্যান, তারা এ সিদ্ধান্তে কোনও সাইন করেননি। গঠনতন্ত্র অনুযায়ী যে কেউ ইচ্ছা করলে চেয়ারম্যান হতে পারে না। কাউকে অব্যাহতি দিতেও পারে না। জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে।

মুজিবুল হক বলেন, এমন কোনও ঘটনা জাতীয় পার্টিতে ঘটে নাই। নেতাকর্মীদের বিভ্রান্তি না হওয়ার আহ্বান জানান চুন্নু। এ বিষয়ে জাপার কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ বলেন, এটা খুব ফালতু হয়েছে। এসব কিছু জানি না। জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বেই ঐক্যবদ্ধ। আরেক কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা সংবাদ মাধ্যমে বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এ নিয়ে বিভ্রান্তির কোনও সুযোগ নেই। রওশন এরশাদ জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক। জিএম কাদেরকে তথাকথিত অব্যাহতির বিষয়ে আমি কোনও স্বাক্ষর করিনি। যারা এগুলো করছেন তারা দলকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র করছেন।

আরও পড়ুনঃ  ভালুকায় জামিরদিয়া সড়কে জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসীর অবরোধ

এ নিয়ে মঙ্গলবার দুপুরে বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ের সামনের সড়কে প্রেস বিজ্ঞপ্তিকে ‘ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে তাৎক্ষণিক বিক্ষোভ করেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা।

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন