শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে

জয়পুরহাটে স্কুল মিল্ক ফিডিং অনুষ্ঠিত

জয়পুরহাটে স্কুল মিল্ক ফিডিং অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি স্মার্ট লাইভ স্টক, স্মার্ট বাংলাদেশ।-এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে স্কুল মিল্ক ফিডিং অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে- আজ সোমবার সকালে জয়পুরহাট কালেক্টরেট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালেক্টরেট বালিকা বিদ্যা নিকেতন মাঠে এ স্কুল মিল্ক ফিডিং অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মাহফুজার রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

বিশেষ অতিথি ছিলেন-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জয়পুরহাট কালেক্টরেট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালেক্টরেট বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মাহবুবুল আলম ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা.এস এমন খুরশিদ আলম।

অনুষ্ঠানের ২য় পর্বে ৬শতাধিক শিক্ষার্থী- শিক্ষকদের মাঝে তরল প্যাকেটজাত দুধ বিতরণ করা হয়।

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সকল ধর্মালম্বীরা নিরাপদ

সংবাদটি শেয়ার করুন