ঢাকা | বুধবার
১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সকল ধর্মালম্বীরা নিরাপদ

শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে সকল ধর্মালম্বীরা নিরাপদে তাদের ধর্মীয় অনুষ্ঠান উদ্যাপন করতে পারেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টিতে শেখ হাসিনা নজীরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন। দুর্গোৎসব ধর্ম-বর্ন নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরো দৃঢ ও সুসংহত করবে।

আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুরের নেছারাবাদে সরকারি স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর সনাতনী সম্প্রদায় কোন প্রকার দুঃশ্চিন্তা ছাড়া নির্বিঘ্নে ধর্মীয় রীতিনীতি অনুসরণ পুর্বক শারদীয় দুর্গোৎসব পালন করছেন। মা বোনসহ পুজারীরা এখন নির্বিঘ্নে গভীর রাত পর্যন্ত বিভিন্ন পূজামন্ডপে ঘুরে বেড়ান।

এছাড়াও পূজামন্ডপ সমুহে সামাজিক দুরত্ব ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান রেজাউল করিম।

আনন্দবাজার/এম.কে/ মি.র

সংবাদটি শেয়ার করুন