শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গুতে ১ মৃত্যুর দিনে হাসপাতালে ভর্তি ২২০

ডেঙ্গুতে ১ মৃত্যুর দিনে হাসপাতালে ভর্তি ২২০

ডেঙ্গু-আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২০ জন। একই সময়ে একজনের মৃত্যু হয়েছে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ গেছে ২৬৭ জনের। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৯৯৪ জন।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু-আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১০৮ জন। আর ঢাকার বাইরের ভর্তি হয়েছেন ১১২ জন।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫১৪ জন। আর ঢাকার বাইরের ভর্তি আছেন ৪৮০ জন।

জানুয়ারি থেকে আজ (১৩ ডিসেম্বর) পর্যন্ত ডেঙ্গু-আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ৭৪২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৯ হাজার ৪৮১ জন।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে মেটা

সংবাদটি শেয়ার করুন