শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে মেটা

কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে মেটা

ফেসবুকের মালিকানাধীন কোম্পানি মেটা বড় ধরনের ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে দাবি করেছে যে চলতি সপ্তাহে এই কর্মী ছাঁটাই হতে পারে।

রবিবার তাদের প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে মেটা। এতে কয়েক হাজার কর্মীর চাকরি চলে যেতে পারে। সম্ভাব্য বুধবার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে পারে কোম্পানিটি।

চলতি বছরে হাজার কোটি ডলার মূল্য হারানো কোম্পানি মেটা এ নিয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

মেটা আশঙ্কা করছে আগামী কয়েক মাস মুনাফা কমে যাবে এবং শেয়ারের মূল্য ৬৭ বিলিয়ন কমে যাওয়ার আশঙ্কার করছে কোম্পানিটি।

ইতিমধ্যেই বিশ্বের মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধি, টিকটকের সঙ্গে প্রতিযোগিতা এবং অ্যাপলের গোপনীয়তায় পরিবর্তন এবং মেটাভার্স প্রকল্পে ব্যাপক বিনিয়োগ এবং নজরদারির হুমকির কারণে আয় কমছে মেটার।

মেটাভার্স প্রকল্পে বিনিয়োগের ফল আসতে কয়েক দশক লাগতে পারে। এর আগে তাকে নতুন নিয়োগ বন্ধ করতে হবে, প্রকল্প বাতিল করতে হবে এবং ব্যয় কমাতে টিম পুনরায় সংগঠিত করতে হবে বলে জানিয়েছেন কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।

যদিও আগেই জাকারবার্গ কর্মীদের অর্থনৈতিক মন্দার বিষয়ে সতর্ক করেছিলেন।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  স্মার্টফোন ব্যবসার অংশবিশেষ বিক্রি করবে হুয়াওয়ে

সংবাদটি শেয়ার করুন