মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
জেলা পরিষদ নির্বাচন

উৎসবমুখরে বিজয়ী যারা

উৎসবমুখরে বিজয়ী যারা

সারাদেশের ৫৭টি জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ২৬টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান প্রার্থীরা। গতকাল সোমবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা ইভিএমের মাধ্যমে ভোট দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য নির্বাচিত করেন। নির্বাচনের পরিবেশ ছিলো শান্তিপূর্ণ ও উৎসবমুখর। সংশ্লিষ্ট জেলা ও উপজেলা রির্টানিং কর্মকর্তাদের ঘোষিত ফলাফল অনুসারে আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন—

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী জেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। কাপ-পিরিচ প্রতীকে তিনি পেয়েছেন ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ.লীগের বিদ্রোহী আক্তারুজ্জামান আক্তার পেয়েছেন ৫৬৬ ভোট। মোটরসাকেল প্রতীকে লড়ছিলেন তিনি। ভোট গণনা শেষে মীর ইকবালকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল। আনন্দবাজার ডেস্ক

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে চেয়ারম্যান পদে আ. লীগ সমর্থীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক (আনারস) ৫৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন পেয়েছেন  মোটরসাইকেল) পেয়েছেন ৩১৮ ভোট। নির্বাচনের রির্টানিং কর্মকর্তা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এ ফলাফল ঘোষণা করেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ নং ওয়ার্ডে মেহেরুন আক্তার (হরিণ) ও ২ নং ওয়ার্ডে ইসরাত জাহান পল্লবী (দোয়াত কলম) বিজয়ী হয়েছেন। সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে ফেরদৌস পারভেজ (টিউবওয়েল), ২নং ওয়ার্ডে মনজুর আহমেদ (অটোরিক্সা), ৩নং ওয়ার্ডে মোশারফ হোসেন (উটপাখি), ৪নং ওয়ার্ডে সাইদুর রহমান (উটপাখি), ৫নং ওয়ার্ডে ফাতেমা বেগম (তালা) ও ৬নং ওয়ার্ডে  মিজানুর রহমান (তালা) বিজয়ী হয়েছেন।

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আ. হান্নান শেখ। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ৫টি ভোট কেন্দ্রের ১০টি বুথে ভোটগ্রহণ শেষে গণনার পর রিটার্নিং অফিসার ও পঞ্চগড় জেলা প্রশাসক প্রুহুরুল ইসলাম তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। আ: হান্নান শেখ চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ২৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী মোটরসাইকেলের প্রতীকে পেয়েছেন ২৩১ ভোট। সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সদর উপজেলায় রুবেল ইসলাম, তেঁতুলিয়া উপজেলায় আলমগীর হোসেন, আটোয়ারী উপজেলায় কমলেশ চন্দ্র ঘোষ, দেবীগঞ্জ উপজেলায় আক্তার হোসেন নিউটন এবং বোদা উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আব্দুর রহমান। দুটি সংরক্ষিত মহিলা আসনে আক্তারুন্নাহার সাকি এবং তানজিনা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন।

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ কে এম শফিকুল মোরশেদ আরুজ (তালগাছ) প্রতীক নিয়ে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান। তিনি জানান, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ কে এম শফিকুল মোরশেদ আরুজ (তালগাছ) প্রতীক নিয়ে পেয়েছেন ৪২৮টি ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দীপক কুন্ডু (মোটরসাইকেল) প্রতীক নিয়ে পেয়েছেন ১৩৮ ভোট।

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার জেলা পরিষদ নির্বাচনে ধুনট উপজেলায় ৯নং ওয়ার্ডে সদস্য পদে নির্বাচিত হয়েছেন এএফএম ফজলুল হক। তিনি ৮৪ ভোটে (হাতি) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুজাউদ্দৌলা রিপন (তালা) ৬১ ভোট পেয়েছেন। নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী এ তথ্য নিশ্চিত করেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মাহফুজুর রহমান মনজু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আরেফিন আলম রঞ্জু ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২৪৯ ভোট। জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ওই ফলাফল ঘোষণা করেন।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ড (আখাউড়া উপজেলা) থেকে সাংবাদিক সাইফুল ইসলাম সদস্য নির্বাচিত হয়েছেন। উটপাখি প্রতীকে তিনি পেয়েছেন ৪০ ভোট। তার নিকটতম প্রার্থী আতাউর রহমান নাজিম (হাতি প্রতীক) পেয়েছে  ৩৮ ভোট। মো. সাইফুল ইসলাম আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি।

আরও পড়ুনঃ  বৃষ্টি কমলেও, বাড়বে শীত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় সদস্য পদপ্রার্থী মাইনুল ইসলাম রনো তালা প্রতীকে ১২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহীন মিয়া টিউবওয়েল মার্কা পেয়েছে ৩৯ ভোট ও নিজাম উদ্দিন তালুকদার হাতি মার্কায় পেয়েছেন ৫ ভোট। এছাড়া চেয়ারম্যান পদে মো. খলিলুর রহমান আনারস মার্কা ৭৮ ভোট, হাফিজুর রহমান কাপপিরিচ মার্কা ০০ ভোট ও হাফিজুর রহমান ঘোড়া মার্কায় ৯২ ভোট পায়।

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে আজাহারুল ইসলাম বুল বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছে। আজাহারুল ইসলাম বুলু বৈদ্যুতিক পাখা প্রতীকে ৯৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি পরানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন মোল্ল্যা টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ২৬ ভোট।

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ১৫ নং ওয়ার্ড নাঙ্গলকোটে আবু বক্কর ছিদ্দিক আবু ঢোল প্রতীকে ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত আসনে নাছরিন আক্তার মুন্নী টেবিলগড়ি প্রতীক ১৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা পরিষদের ৭নং ওয়ার্ড শাহজাদপুর অঞ্চলে সদস্য পদে উপজেলা আ.লীগের কার্যকরী সদস্য ভিপি আব্দুর রহিম (তালা মার্কা) ৭৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইকবাল হোসেন নয়ন (অটোরিক্সা) পেয়েছেন ৪৬ ভোট। শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে দুটি বুথে ইভিএম এর মাধ্যমে ভোট অনুষ্ঠিত হয়। এ ওয়ার্ডে ১৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ জেলা পরিষদের নির্বাচনে ৫নং ওয়ার্ড ধামইরহাট উপজেলা আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচেন মোট ১১৯ জন ভোটার ভোট প্রদান করেন। নির্বাচেন জেলা পরিষদের সাবেক সদস্য নুরুজ্জামান হোসেন হাতি প্রতীকে পেয়েছেন ৬১ ভোট এবং তার নিকটতম প্রার্থী উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম তালা প্রতীকে পেয়েছেন মোট ৫৭ ভোট। সংরক্ষিত মহিলা সদস্য আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে আনজুআরা বেগম হরিণ প্রতীকে পেয়েছেন মোট ৪৭ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে কমলনগর (ওয়ার্ড নং ৫) সাধারণ সদস্য পদে ৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছে (তালা) প্রতীকের প্রার্থী মনিরুল ইসলাম রিপু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী গিয়াস উদ্দিন মোল্লা (পানির কল) প্রতীকে পেয়েছেন ৪৫ ভোট। রামগতি উপজেলায় (ওয়ার্ড নং ৪) মেজবাহ্ উদ্দিন ভিপি সাধারণ সদস্য পদে (বৈদ্যুতিক পাখা) প্রতীকে ৬৩ ভোট পেয়ে জয় লাভ করেছেন। সংরক্ষিত (ওয়ার্ড নং ২) মহিলা প্রার্থীর মধ্যে (ফুটবল) প্রতীকে ১৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে শারমিন জাহান অরিন।

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোর জেলা পরিষদ নির্বাচনের গুরুদাসপুরে সাধারণ সদস্য পদে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পেয়েছেন। টিউবওয়েল প্রতীকের প্রার্থী প্রভাষক নাসিরুজ্জামান নাসির পেয়েছেন ৩৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাতি প্রতীকের সরকার মোহাম্মাদ মেহেদী হাসানও ৩৩ ভোট পেয়েছেন। সমান ভোট পাওয়ায় লটারির মাধ্যমে একজনের জয় নির্ধারণ করা হবে। এছাড়া সংরক্ষিত আসনে ফুটবল প্রতিকের হুমাইয়া জাহান রিয়া পেয়েছেন ৬২ ভোট, মাইক প্রতিকের মতিয়া পারভীন পান ৭ ভোট।

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে  আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ খাজা সামছুল আলম (আনারস মার্কা প্রতীকে) বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি প্রতিদ্বন্দ্বী জাসদ মনোনীত প্রার্থী-আবুল খায়ের মো: সাখাওয়াত হোসেনকে ২৯৫ ভোটে পরাজিত করেছেন। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ খাজা সামছুল আলম পেয়েছেন ৩৯১ ভোট এবং ওই পদে পরাজিত প্রতিদ্বন্দ্বী জাসদ প্রার্থী পেয়েছেন ৯৬ ভোট। সংরক্ষিত মহিলা সদস্যের দুটি পদে-  সাবিনা সুলতানা ও রত্না রশিদ এবং সদস্য পদে জয়পুরহাট সদর উপজেলায় রমজান আলী সরদার, পাঁচবিবি উপজেলায় আবু সাঈদ আল মাহমুদ চন্দন, কালাই উপজেলায় রফিকুল ইসলাম মাস্টার, ক্ষেতলাল উপজেলায় মিঠু সাখিদার এবং আক্কেলপুর উপজেলায় মাজহারুল আলম লিটন নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুনঃ  আমতলী-তালতলী সড়ক যেন মরন ফাঁদ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে জেলা পরিষদের সদস্য হলেন তৌফিকুজ্জামান রতন মহলদার। তিনি ঘুড়ি প্রতীকে মোট ৪২ ভোট পেয়ে পাবনা জেলা পরিষদ নির্বাচনের ৯নং ওয়ার্ডের  সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন স্বতন্ত্র প্রার্থী শাহাদাৎ হোসেন। তিনি ৬২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফারুক হোসেন পরাজিত হন। ফারুক হোসেনের প্রাপ্ত ভোট ৫৪০। নির্বাচনে বিজয়ী হওয়ায় মো. শাহাদাৎ হোসেনকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। 

লালমাই (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনের ১৪নং ওয়ার্ডে ৪৭ ভোট পেয়ে তালা প্রতীকে সাবেক মেম্বার আমির হোসেন জয় লাভ করেছেন। তারপ্রতিদ্বন্দ্বী প্রাথী বিল্লাল হোসেন পেয়েছেন ৪৬ ভোট।

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলে জেলা পরিষদ নির্বাচনে ১১ নং ওয়ার্ডে (বাসাইল) সদস্য পদে টিউবওয়েল প্রতীকে ৫৫ ভোট পেয়ে নাছির খান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অটোরিকশা প্রতীকের প্রার্থী হোসাইন খান সবুজ পেয়েছেন ২১ ভোট। সংরক্ষিত ৪নং ওয়ার্ডে নারী সদস্য পদে দোয়াত কলম প্রতীকে খালেদা সিদ্দিকী পেয়েছেন ৪১ ভোট, ফুটবল প্রতীকের প্রার্থী রওশন আরা আক্তার রিতা পেয়েছেন ২১ ভোট ও হরিণ প্রতীকের প্রার্থী রুমা খান পেয়েছেন ৩১ ভোট।

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে কুলাউড়া উপজেলার সাধারণ ওয়ার্ডের ৩নং আসনে সদস্য পদে নির্বাচিত হয়েছেন ভাটেরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল আলম নানু। তিনি ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আ. লীগের বিদ্রোহী প্রার্থী শাহীনুল হক মার্শাল (আনারস)। তিনি ৫৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগ মনোনীত সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরী (মোটর সাইকেল) পেয়েছেন ৩৯৫ ভোট। নির্বাচনে ৯৯৪ জন ভোটারের মধ্যে ৯৮৮ জন তাদের ভোট প্রয়োগ করেন।

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনায় ৩নং পাইকগাছা ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে সর্বোচ্চ ৬৫ ভোট পেয়েছেন ফুটবল প্রতীকের প্রার্থী নাহার আক্তার, নির্বাচনে ৪৩ ভোট পেয়েছেন লাটিম প্রতীকের নাজমা খাতুন। সাধারণ সদস্য পদে বৈদ্যুতিক পাখা প্রতীকে সর্বোচ্চ ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রবিউল ইসলাম গাজী রবি, তার নিকটতম অ্যাডভোকেট শেখ তৈয়ব হোসেন নূর তালা প্রতীকে পেয়েছেন ৬৪ ভোট, ৭ ভোট পেয়েছেন বক প্রতীকের কৃষ্ণপদ মন্ডল

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে ১২নং ওয়ার্ডে (সখীপুর ) সদস্য পদে টিউবয়েল প্রতীক নিয়ে আনোয়ার হোসেন তালুকদার নির্বাচিত হয়েছেন। নির্বাচনে আনোয়ার হোসেন তালুকদার টিউবওয়েল প্রতীকে ৪৭ ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের প্রার্থী আবদুল হাই তালুকদার পেয়েছেন ৪২ ভোট।

নাটোর প্রতিনিধি : নাটোর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ. লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. সাজেদুর রহমান খাঁন চশমা প্রতীক নিয়ে ৫৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির (জিএম কাদের) নুরুন্নবী মৃধা ঘোড়া মার্কা নিয়ে ২৪৭ ভোট পেয়েছেন।

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন সদর উপজেলায় যুবলীগ নেতা কাজী জাহিদ সরোয়ার টিটু, কচুয়ায় যুবলীগ নেতা মনিরুজ্জামান ঝুমুর, মোরেলগঞ্জে উপজেলা আ.লীগ নেতা এম এমদাদুল হক, শরণখোলায় যুবলীগ নেতা হুমায়ুন করিম সুমন, মোংলায় যুবলীগ নেতা আব্দুল জলিল, রামপালে যুবলীগ নেতা শেখ মনির আহমেদ এবং চিতলমারী উপজেলায় আ.লীগ নেতা সরদার টিটো নির্বাচিত হয়েছেন। এদিকে সংরক্ষিত নারী ওয়ার্ড-১ (বাগেরহাট সদর, কচুয়া ও রামপাল) এ মহিলা আওয়ামী লীগ নেত্রী শরীফা খানম, সংরক্ষিত নারী ওয়ার্ড ২ (মোরেলগঞ্জ, শরণখোলা ও মোংলা) এ মহিলা আওয়ামী লীগ নেত্রী মাছুদা আক্তার মুক্তা এবং সংরক্ষিত নারী ওয়ার্ড ৩ (ফকিরহাট, চিতলমারী ও মোল্লাহাট) এ মহিলা আওয়ামী লীগ নেত্রী সোমা ভট্টাচার্য্য নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাচনের আগে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি পরপর তিনবার জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে কামান্না দিবস পালিত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ. লীগ মনোনীত প্রার্থী ডা. মুশফিক হুসেন চৌধুরী ঘোড়া প্রতীকে ৯৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোল্লা আবু নঈম মো. শিবলী খায়ের আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৭৭ ভোট। নির্বাচনে মোট ১১শ’ ৪ ভোটের মধ্যে কাস্টিং হয়েছে ১ হাজার ৮১ ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা ১ হাজার ৮১টি। বাতিল ভোটের সংখ্যা ৪টি। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ হাজার ৮৫টি।

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আ.লীগের প্রার্থী জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে ৬০৮ ভোট পেয়ে পুনরায় জয় লাভ করেছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী চিংড়ি মাছ প্রতীক নিয়ে খলিলুল্লাহ ঝড়ু পেয়েছেন ৪৪৭ ভোট। সাধারণ সদস্য পদে পুরুষ ১নং ওয়ার্ডে ইন্দ্রজীত দাস ১২৩ ভোটে জয়ী হয়েছেন।২নং ওয়ার্ডে আমজাদ হোসেন ৭৭ ভোটে জয়ী হয়েছেন। ৩নং ওয়ার্ডে সৈয়দ আমিনুর রহমান ১২৮ ভোটে জয়ী হয়েছেন। ৪নং ওয়ার্ডে নজরুল ইসলাম ৮৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ৫নং ওয়ার্ডে ফিরোজ কবীর ১১৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ৬নং ওয়ার্ডে আব্দুল হাকিম ৬৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ৭নং ওয়ার্ডে গোলাম মোস্তফা ৬৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে মাহফুজা সুলতানা, শাহনেওয়াজ পারভীন মিলি, শিল্পী রানী  জয়ী হয়েছেন।

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে জেলার  নাজিরপুর উপজেলা- ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে সুলতান মাহমুদ ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নেছারাবাদ উপজেলা ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে জাকারিয়া খান স্বপন ১১৫ ভোট পেয়ে নির্বাচিত। পিরোজপুর সদর উপজেলা ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ওসমান সিকদার পেয়েছেন ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। ইন্দুরকানী উপজেলায় ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মনিরুজ্জামান হাওলাদার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কাউখালী উপজেলা ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মহিদুল ইসলাম ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। ভান্ডারিয়া উপজেলায় ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে লিয়াকত হোসেন তালুকদার ৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মঠবাড়িয়া উপজেলায় ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে আজীম উল হক ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত নারী ওয়ার্ড-১ (নাজিরপুর-নেছারাবাদ) এ জেসমিন আক্তার ময়না ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়। সংরক্ষিত নারী ওয়ার্ড ২ (পিরোজপুর সদর, ইন্দুরকানী ও কাউখালী) এ রোজিনা বেগম ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হন। সংরক্ষিত নারী ওয়ার্ড-৩(ভান্ডারিয়া-মঠবাড়িয়া) রোকেয়া বেগম ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আ. লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির এবং অন্য ৩টি সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সদর উপজেলা সদস্য পদে সামছুল ইকরাম পিরু, নলছিটি উপজেলা সদস্য পদে হাজী মো. সোহরাব হোসেন ও সংরক্ষিত নারী পদে সংরক্ষিত মহিলা সদস্য (সদর-নলছিটি) পদে বেগম হোসনে আরা মান্নান নির্বাচিত হয়েছেন।

রাজাপুর উপজেলার সদস্য পদে এ.এইচ.এম খাইরুল আলম সরফরাজ, কাঁঠালিয়া উপজেলায় সদস্য পদে এস.এম ফয়জুল আলম সিদ্দিকী এবং রাজাপুর ও কাঁঠালিয়া নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা আসনে মোসাঃ জাহানারা হক নির্বাচিত হয়েছে।

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে ৬২২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র (আ. লীগের বিদ্রোহী) প্রার্থী মনির হোসেন ভুঁইয়া। আ.লীগের মনোনীত প্রার্থী ও জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন ভুইয়া কাপ-পিরিচ প্রতীকে ৩৫০ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন। এছাড়াও চেয়ারম্যান পদে অপর স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহমুদ জাহান লিটু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২১ ভোট।

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন