ঢাকা | বৃহস্পতিবার
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বৃষ্টি কমলেও, বাড়বে শীত

অসময়ের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজেছে সারাদেশ। পৌষের মাঝামাঝি সময়ের টানা দুই দিনের বৃষ্টির ইতি ঘটতে পারে রবিবার থেকে এমটাই পূর্বাভাস দিয়েছে চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি কমলেও আগামী কয়েকদিনে শীতের তীব্রতা ক্রমান্বয়ে বাড়বে বলে মনে করছেন অধিদপ্তরের কর্মকর্তারা।

আজ শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় মধ্যে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে রাতের দিকের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রবিবার থেকে বৃষ্টি কমলেও শীতের তীব্রতা অনুভুত হতে পারে।

এদিকে আজ সকালে চট্টগ্রামে বৃষ্টি না থাকলেও দুপুরের দিকে নগরীতে হালকা হালকা বৃষ্টি হয়েছে। পৌষের এমন বৃষ্টিতে সব চেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে তাদের ফসল।

সংবাদটি শেয়ার করুন