শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

২৪ আগস্ট নারী নির্যাতন প্রতিরোধ দিবস ঘোষণার দাবি

২৪ আগস্ট নারী নির্যাতন প্রতিরোধ দিবস ঘোষণার দাবি

২৪ শে আগষ্টকে রাষ্ট্রিয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণার দাবিতে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার শহরের ১নং রেলগেট এলাকায় এক নারী সমাবেশ  অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সুভাসিনী দেবীর সভাপতিত্বে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক আফরোজা বেগম লিলি, সংগঠনের সাধারণ স¤পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, রাহেলা সিদ্দিকা, মাসুদা আকতার, কলি রানী প্রমুখ।  

বক্তারা বলেন, ১৯৯৫ সালের এই দিনে দিনাজপুরের কিশোরী ইয়াসমিনকে একদল পুলিশ পৈশাচিকভাবে গণধর্ষণ করে হত্যা করে। প্রতিরোধ গড়ে ওঠে দিনাজপুরসহ সারাদেশে। আন্দোলন সংগ্রামে পুলিশের গুলিতে অনেকে শহীদী মৃত্যু বরণ করে এবং হত্যাকারীদের ফাঁসি হয়। সেই শহীদদের স্মরণ ও সেই চেতনাকে ধারন করে সেদিন সম্মিলিত নারী সমাজ এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ হিসাবে ঘোষনার দাবি জানান। সেই দাবি আজও অপুরিত। বক্তারা অবিলম্বে এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণার আহবান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের সড়ক প্রদক্ষিণ করে।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ১৩ বছরে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন করেছে : প্রধানমন্ত্রী

সংবাদটি শেয়ার করুন