ঢাকা | শুক্রবার
১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বেকার যুবকদের আউট সোর্সিং প্রশিক্ষণ

বেকার যুবকদের আউট সোর্সিং প্রশিক্ষণ

গাজীপুরের কালীগঞ্জে ২০ দিনের আউট সোর্সিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। কারোনাকালীন সময়ে বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আয় বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ শুরু হয়।

গতকাল বুধবার সকালে কালীগঞ্জ উপজেলা ব্যানবেইজ ট্রেনিং সেন্টারে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রশিক্ষণের উদ্বোধন ইউএনও মো. আসসাদিকজামান। জানা যায়, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) আর্থিক সহায়তায় আউট সোর্সিং বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করেন কালীগঞ্জ উপজেলা পরিষদ। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়হায় প্রশিক্ষণটি বাস্তবায়ন করেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রশিক্ষণে উপজেলার ২০ জন বেকার যুবক অংশগ্রহন করেন। উদ্বোধনকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহির উদ্দিন, ব্যানবেইজসের সহকারী প্রোগ্রামার উজ্জল কুমার শীল, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ইউডিএফ শেখ হালিমা ফারহানা মিতু প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন