শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা সেতুর উচ্ছ্বাস স্পেনে

পদ্মা সেতুর উচ্ছ্বাস স্পেনে

বহুল প্রতীক্ষিত লাল-সবুজের গর্বের পদ্মা সেতুর গৌরবগাথা এবার পৌঁছে গেলো ইউরোপের পর্যটন ও ফুটবলের দেশ খ্যাত স্পেনে। দেশে-বিদেশে আলোচিত পদ্মা সেতুর স্বপ্ন পূরণের আনন্দের ঢেউ আছড়ে পড়ছে সাত সমুদ্র তের নদীর ওপারে সুদূর স্পেনে বসবাসরত বাংলাদেশিদের মাঝেও।

পদ্মা সেতু নির্মাণ হওয়ায় দেশের মানুষের ন্যায় উচ্ছ্বাসিত স্পেনে বসবাসরত প্রায় ৫০ হাজার বাংলাদেশিও। বিশ্ব দরবারে পদ্মা সেতুর পটভূমি ও আগমনী বার্তা তুলে ধরতে এবং সেতুর উদ্বোধনকে আরও স্বরণীয় করে রাখতেই স্পেনস্থ বাংলাদেশ

দূতাবাসে প্রবাসীদের নিয়ে ভিন্নধর্মী বিশেষ আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে।

দূতাবাসের মিশন উপ-প্রধান এটিএম আব্দুর রউফ মণ্ডল জানান, পদ্মা সেতুর উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে।

রাষ্ট্রদূত সরওয়ার মাহমুদ বলেন, পদ্মা সেতু বাংলাদেশের মানুষের মর্যাদা ও সক্ষমতার প্রতীক। দেশ স্বাধীন করার সময় যেভাবে গোটা জাতি এক হয়েছিল, সেভাবে পদ্মা সেতুর জন্যও দেশে বিদেশে সবাই এক হয়েছে।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৩৪

সংবাদটি শেয়ার করুন