ঢাকা | বৃহস্পতিবার
৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৩৪

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন কেউ মারা যায়নি। তবে শনাক্ত হয়েছেন ৩৪ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১৩০ জন ও শনাক্ত ১৯ লাখ ৫৩ হাজার ২৯৮ জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২৮ জন ও এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১ হাজার ৩৮৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৩৩৩টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৩২৫টি। এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখ ৯১ হাজার ৬৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অধিদফতর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৭৯ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৮৬ শতাংশ শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৪ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৯ শতাংশ।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন