শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

সিএমএসএমই খাতে ১০ কোটি টাকার ঋণ বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সিএমএসএমই খাতে ১০ কোটি টাকার ঋণ বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে কটেজ, মাইক্রোস্মল এন্ড মিডিয়াম (সিএমএসএমই) খাতে নোয়াখালীতে ১০কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার রাতে জেলা শহর মাইজদীর একটি কনভেনশন হলে অগ্রণী ব্যাংকের আয়োজনে ৪৭জন গ্রাহকের মাঝে ঋণ বিতরণ করেন তফসিলি ৪২টি ব্যাংক। এসময় এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অগ্রণী ব্যাংক নোয়াখালী অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মৃণাল ভট্টচার্য্যরে সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আর্থিক খাতের প্রধান ও নির্বাহী পরিচালক নজরুল ইসলাম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংকের কুমিল্লা সার্কেলের মহা-ব্যবস্থাপক মো. আবুল বাশার, সোনালী ব্যাংকের নোয়াখালী জেনারেল অফিসের জেনারেল ম্যানেজার মো. শাহজাহান, জনতা ব্যাংকের নোয়াখালী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক বিশ্বজিত কর্মকার। বক্তারা বলেন, নোয়াখালী কৃষি অঞ্চল হলেও এখানে তেমন উদ্যোক্তা নেই। তেমন শিল্প কলকারখানাও নেই। এ ঋণ বিতরণের উদ্দেশ্যই হচ্ছে জেলায় ক্ষুদ্র ও মাঝারি মানের উদ্যোক্তা তৈরি করা। জেলার উন্নয়নে নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে দেশের ব্যাংকগুলো সব সময় উদ্যোক্তাদের পাশে আছে বলেও জানান তারা।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  লাশ পেয়ে কাঁদছেন স্বজনেরা, অনেকে পাচ্ছেন না লাশও

সংবাদটি শেয়ার করুন