রাজধানীর বুড়িগঙ্গা নদীতে একটি লঞ্চের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ঢাকা-মুন্সিগঞ্জ রুটের মর্নিং বার্ড নামের লঞ্চ ডুবে যায়। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও কত জনের লাশ নিখোঁজ রয়েছে তার হিসেব নেই কারো কাছেই। কেউ কেউ প্রিয়জনের লাশ খুঁজে পেয়েছেন। তবে বেশিরভাগই এখন পর্যন্ত স্বজনদের লাশই খুঁজে পাচ্ছেন না।
বুড়িগঙ্গা নদীর দুই তীরে ভিড় করে আহাজারি করছেন লঞ্চের যাত্রীদের প্রিয়জনেরা। কেউ খুঁজে পেয়েছেন প্রিয় মানুষটার নিথর দেহ, কেউ বা খুঁজেই পাচ্ছেন না। প্রিয় মানুষটাকে আদৌ পাওয়া যাবে কিনা তাও জানা নেই কারো কারো।
স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে বুড়িগঙ্গার আকাশ বাতাস। আহাজারিতে এক করুণ পরিস্থিতি বিরাজ করছে পুরো এলাকায়। সোমবার (২৯ জুন) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকেই স্বজনরা ছুটে আসতে শুরু করেন নদীর পাড়ে।
দুর্ঘটনা থেকে বেঁচে অনেকে সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হয়েছেন। তাদের জন্য ছুটে আসা প্রিয়জনরা হাসি মুখে ফিরছেন। তবে লঞ্চের যাত্রীদের বড় অংশই তীরে উঠে আসতে পারেননি।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ঢাকা-মুন্সিগঞ্জ রুটের মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও সেনাবাহিনীর সমন্বয়ে এখনো চলছে উদ্ধার প্রক্রিয়া।
আনন্দবাজার/ডব্লিউ এস