শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল মামলা

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল মামলা

ঠাকুগাঁওয়ে সাংবাদিক নবীন হাসানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। আনোয়ারা বেগম নামে এক ইউপি সদস্য নবীন হাসানের বিরুদ্ধে এ মামলা দায়ের করে। আনোয়ারা বেগম ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের (৭, ৮ ও ৯নং) সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর।

গত মঙ্গলবার ১৭ মে বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ৫৭ ধারায়  ঠাকুরগাঁও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ  মামলা দায়ের করেন। পরে ঠাকুরগাঁও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. রমেশ কুমার ডাগা বিষয়টি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে নির্দেশ দেন। জানা যায়, ডিবিসি টাইম ডট কম নামে একটি অনলাইন ওই ইউপি সদস্যের নামে একটি সংবাদ প্রকাশ করে। এরই জেরে সে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে ডিবিসি টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি নবীন হাসান বলেন, মামলার বিবরণীতে তাকে ডিবিসি টাইমস ডট কমের ঠাকুরগাঁও প্রতিনিধি উল্লেখ করা হয়েছে। তবে,  ডিবিসি টাইমস ডট কমের সাথে তার কোনো সম্পর্ক নেই। সে ডিবিসি টাইমস এর প্রতিনিধি নয়। সে ডিবিসি টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছে। মামলার পরে ঠাকুরগাঁও প্রেসক্লাবসহ গণমাধ্যম কর্মীরা এর তীব্র প্রতিবাদ জানান। এ বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই ) ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম রেজাউল ইসলাম  জানান, এখনো কোর্টের আদেশ হাতে পাইনি পেলে তদন্ত করে আদালতে পেশ করবো।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  র‌্যাবের অভিযান গুলশানের সাহাবুদ্দিন হাসপাতালে

সংবাদটি শেয়ার করুন