ঢাকা | সোমবার
১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

র‌্যাবের অভিযান গুলশানের সাহাবুদ্দিন হাসপাতালে

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত রাজধানীর গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালাচ্ছে অনুমোদন ছাড়াই করোনা টেস্টের অভিযোগে।

এই অভিযান শুরু হয় রবিবার বিকেল ৩টায়। র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।

এই তথ্য নিশ্চিত করেছেন, র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার। তিনি বলেন, অভিযান মাত্র শুরু হয়েছে, পরে বিস্তারিত জানানো হবে।

জানা যায়, স্বাস্থ্য অধিদফতর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা টেস্টের অনুমতি দিয়েছিল। কিন্তু প্রতিষ্ঠানটির নির্ধারিত ল্যাব প্রস্তুত না হওয়ায় পরবর্তীতে অনুমতি বাতিল করা হয়।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন