শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চিলাহাটিতে ক্রেতাদের পছন্দে কাঁচা বাদাম

চিলাহাটিতে-ক্রেতাদের-পছন্দে-কাঁচা-বাদাম-dainikanandabazar

আসন্ন ঈদকে ঘিরে উত্তরের জনপদ নীলফামারী জেলার চিলাহাটিতে জমে উঠেছে ঈদ বাজার। কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন নারী-পুরুষ, শিশু-কিশোররা। চিলাহাটিতে ক্রেতাদের চাপে সকাল থেকে রাত ১টা পর্যন্ত দোকানপাট খোলা থাকছে। বিশেষ করে ইফতারের পর বাজারে গিজগিজ করছে মানুষ।

এ বছর থ্রি-পিছে মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে কাঁচা বাদাম। বিগত দুই বছরে মহামারি করোনার বিপর্যয় কাটিয়ে উঠতে রমজান মাসের শুরু থেকে ক্রেতা আকর্ষণে নানা সাজসজ্জা আর প্রস্তুতি সম্পন্ন করেছে খুচরা ও পাইকারি পোশাক বিক্রেতারা।

রোমানা বস্ত্রালয় এন্ড গার্মেন্টস প্রোপাইটার গোলাপ হোসেন জানান- এ বছর ঈদ বাজারে দেশি সুতি থ্রি-পিসের সঙ্গে ভারতীয় অরগেনজা, মেঘা, চান্দ্রিয়া, জয়পুরি এবং পাকিস্তানি সারারা গারারা বেশি বিক্রি হচ্ছে। এছাড়াও আছে কাতান, বিবেক ইন্ডিয়ান, বাড়িস, কারচুপি, বালাহার, মটকা, কাশ্মীর কাতান থ্রি-পিস। ঈদ বাজার করতে আসা অনেকেই বলেন, বিগত দুই বছর ঈদ উপলক্ষে কেনাকাটা করতে পারিনি।

এ সপ্তাহে বেশ কয়েকবার একাধিক মার্কেটে শপিং করতে এসেছি। কারণ শেষদিকে অনেক ভিড় হয়। তাই ভিড় এড়াতে আগেভাগেই কেনাকাটা শেষ করতে চাই। কিন্তু এ বছর সব জিনিস পত্রের দাম একটু বেশি মনে হচ্ছে। তারা কাঁচা বাদাম নামে থ্রি-পিচ ক্রয় করেছে বলে জানান।

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  স্রোতস্বিনী এখন রূপকথা

সংবাদটি শেয়ার করুন