ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বৈধ-অবৈধ সকল শ্রমিকের জন্য সব রাষ্ট্রকে বলেছি : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি শ্রমিকদের অন্তত আগামী ৬ মাস চাকরি থেকে বের করে না দিতে বিভিন্ন দেশের সরকার প্রধানদের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। বুধবার (৬ মে) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী প্রবাসী শ্রমিকদের সহযোগিতায় বিভিন্ন দেশের সমন্বয়ে একটি কোভিড নাইনটিন রিকোভারি ফান্ড গঠনের প্রস্তাব দেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, সব রাষ্ট্রগুলোকে অনুরোধ করেছি বৈধ অবৈধ সকলকেই খাওয়ার বন্দবস্ত করবেন। চাকরি থেকে বের করে দিবেন না। আগামী ৬ মাস তাদের রাখেন। তাদের উপর তাদের পরিবাররা নির্ভরশীল।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন