ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যে কারণে র‍্যাঙ্কিং থেকে কাটা পড়লো সাকিবের নাম

আইসিসির ওয়ানডে ও টি-টোয়েন্টির র‍্যাঙ্কিং থেকে বাদ পড়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় বাদ পড়বেন এটাই স্বাভাবিক। কিন্তু এখনও ওয়ানডে চালিয়ে সাকিবের এই সংস্করণের র‍্যাঙ্কিংয়ে না থাকা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। তবে আইসিসির নিয়ম অনুযায়িই সাকিবের নাম কাটা পড়েছে।

বুধবার র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। সেখানে দেখা যায়, টেস্ট র‍্যাঙ্কিংয়ে নাম থাকলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে অনুপস্থিত সাকিব। টেস্টের ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে তিনি ৫৫ ও বোলিং র‍্যাঙ্কিংয়ে ৩২ নম্বরে আছেন।
আগামী বছরের ফেব্রুয়ারীতে হবে চ্যাম্পিয়নস ট্রফি। এই টুর্নামেন্ট দিয়ে ওয়ানডেকে বিদায় জানাবেন সাকিব। তবে এখনই তার র‍্যাঙ্কিংয়ে না থাকার কারণ আইসিসির নিয়ম। যেখানে বলা হয়েছে কোনো ক্রিকেটার টানা ১২ মাস ওয়ানডে বা টি-টোয়েন্টিতে না খেললে র‍্যাঙ্কিং থেকে তিনি বাদ পড়েন। আর টেস্টের ক্ষেত্রে টানা ১৫ মাস খেলার বাইরে থাকলে নাম কাটা পড়ে র‍্যাঙ্কিং থেকে।

২০২৩ সালের ৬ই নভেম্বর ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৮২ রানের ইনিংস খেলেছিলেন সাকিব। ম্যাচসেরাও হন তিনি। একই ম্যাচে আঙুলের চোট পান এই অলরাউন্ডার। এরপর টেস্টে ফিরলেও আর ওয়ানডে খেলেননি সাকিব। ফলে টানা ১২ মাস এই সংস্করণের বাইরে তিনি। এ কারণেই বাদ পড়েছেন র‍্যাঙ্কিং থেকে।

আনন্দবাজার/ এমকে

সংবাদটি শেয়ার করুন