ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রবাসীদের জন্য বাংলা গানের অ্যাপ স্বাধীন মিউজিক

বাংলাদেশের প্রবাসীরা যারা বাংলা গানের অভাব বোধ করতেন, এখন সেই অপূর্ণতা পূরণ করবে স্বাধীন মিউজিক। এখানে ফোক, রক, পার্টি মিক্সসহ সব ধরনের গান শুনতে পারবেন। যা প্রবাসী শ্রোতাদের বিনোদনের চাহিদা পূরণ করবে বলে আশা করছেন গ্যাক মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক সাবিরুল হক।

তবে মিউজিক ভিডিও, প্লেলিস্ট ক্রিয়েট করা এবং অফলাইন ডাউনলোড করতে মাসিক ও বাৎসরিক প্যাকেজ গ্রহণ করতে হবে। মাসিক প্যাকেজ মূল্য দশমিক ৯৯ ডলার আর বাৎসরিক প্যাকেজ মূল্য ৯ দশমিক ৯৯ ডলার।

স্বাধীন মিউজিকের সঙ্গে প্রায় ১৯০-এর অধিক সরাসরি চুক্তিবদ্ধ মিউজিক লেবেল ও জনপ্রিয় সব সংগীতশিল্পীর লক্ষাধিক অডিও গান রয়েছে। আরও থাকছে নতুন ও পুরোনো গানের মিউজিক ভিডিও। এছাড়া খুব শিগগিরই বাংলাদেশের শ্রোতাদের জন্য আসছে এ স্বাধীন মিউজিক অ্যাপটি। গুগল প্লে স্টোর, অ্যাপল স্টোর থেকে এটি ডাউনলোড করা যাবে।

অ্যাপটির উদ্যোক্তা গ্যাক মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক সাবিরুল হক জানান, অ্যাপটির মাধ্যমে দেশের সংগীতশিল্পী, মিউজিক ভিডিও নির্মাতাদের সঙ্গে একত্রে কাজ করা এবং দেশের মিউজিক কন্টেন্ট প্রবাসী শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়া সহজ হবে। অন্যদিকে এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন মিউজিক ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমআইবি) মহাসচিব ও সিএমভির কর্ণধার এস কে সাহেদ আলী।

তিনি আরও জানান, প্রবাসী শ্রোতারা তাদের পছন্দের মিউজিক ভিডিও কনটেন্টগুলো পাবেন এবং পাশাপাশি স্থানীয় বাংলাদেশি শিল্পীদের গান বাইরের শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পেরে আমরা গর্বিত। এর মাধ্যমে দেশের ইন্ডাস্ট্রির আর্টিস্টরা লাভবান হবেন, তেমনি ইন্ডাস্ট্রিয়াল পরিসরও বৃদ্ধি পাবে।

 

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন