ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের কল্যাণেই সিদ্ধান্ত নেবে সরকার : শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের কল্যাণেই সরকার সিদ্ধান্ত নিবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা জানান।

এদিকে স্থগিত হওয়া পরীক্ষা নেওয়ার দাবিতে রাজপথে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। পরীক্ষার দাবিতে সকাল থেকে নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

কর্তৃপক্ষ জানিয়েছেন, সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছেন তারা।

এর আগে গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের চলমান পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন সাত কলেজের শিক্ষার্থীরা। একই দাবিতে আজ বুধবার সকালে সেখানে অবস্থান নেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির কারণে রাজধানীর ব্যস্ততম বেশ কয়েকটি সড়কে দেখা দেয় তীব্র যানজট। পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সরে না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন