ঢাকা | মঙ্গলবার
১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্যাম্পাসে রিকশা থেকে ছিটকে পড়ে জাবি ছাত্রীর মৃত্যু

ক্যাম্পাসে রিকশা থেকে ছিটকে পড়ে জাবি ছাত্রীর মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশা থেকে ছিটকে পড়ে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) ক্যাম্পাসের নতুন কলাভবনের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে।

প্রাণ হারানো ওই ছাত্রীর নাম আফসানা করিম রাচি। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরর মার্কেটিং ৫৩ ব্যাচের শিক্ষার্থী বলে জানা গেছে।
জানা যায়, এ দুর্ঘটনার পর প্রথমে আফসানা করিম রাচিকে জাবি মেডিকেল সেন্টারে, পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে। 

৫৩ ব্যাচের শিক্ষার্থী আবরার আমাদের সহপাঠীর এই নির্মম মৃত্যুর সুষ্ঠু বিচার চাই।পরবর্তীতে আর কোন মেধাবী প্রাণ যেন এভাবে ঝরে না পড়ে সে বিষয়ে প্রশাসনের সুষ্ঠু পদক্ষেপ নিতে হবে।বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের জরুরি চিকিৎসা সেবার জোরদার করতে হবে।

প্রসঙ্গত, এমন পরিস্থিতিতে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীরা দূর্ঘটনা প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নিতে বিক্ষোভের ডাক দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন