ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশিত হলো এসএসসি-এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস

২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার জন্য সিলেবাস কমিয়ে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়েছে। এ দু’টি পরীক্ষার সিলেবাসের বিস্তারিত ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

জানা গেছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তৈরি এই পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে পাঠানো হয়েছে। এনসিটিবির বিশেষজ্ঞদের পরামর্শে শিক্ষার্থীদের জন্য সিলেবাস পুনর্বিন্যাস করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংশোধিত পুনর্বিন্যাস সিলেবাসের চূড়ান্ত অনুমোদন হয়েছিল। এরপর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাস করা সিলেবাস প্রকাশিত হয়।

এর আগে গত ২৫ জানুয়ারি ঢাকা শিক্ষা বোর্ড এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করে। তবে এ নিয়ে আপত্তির পর সিলেবাস পুনর্বিন্যাস করার উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন