ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে জনপদ

প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে প্রবল বাতাস ও পানির চাপে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের চুনা নদীর বেড়িবাঁধ ভেঙে গেছে। বুধবার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের দাতিনাখালী গ্রামের মাসুদ মোড় সংলগ্ন এলাকায় ৩০ হাত বাঁধ ভেঙে যায়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল জানান, ৩০ হাত বাঁধ ভেঙে প্রবল বেগে লোকালয়ে পানি প্রবেশ করছে। ইতোমধ্যে ইউনিয়নের একটি গ্রাম প্লাবিত হয়েছে। তার মতে ইউনিয়নের ১৫টি গ্রামই প্লাবিত হয়ে যাবে। এখনও প্রচণ্ড ঝড় হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, বাঁধটি ভেঙে গেছে বলে শুনেছি। গ্রামে ঘূর্ণিঝড়ের পানি প্রবেশ করছে। আমরা ঝড় থামার পর বাঁধটি নতুন সংস্কারের প্রস্তুতি নিব। দাতিনাখালী এলাকায় ছাড়া অন্য কোথাও বাঁধ ভেঙেছে এমন খবর এখনও পাওয়া যায়নি।

এদিকে, উপকূলীয় শ্যামনগর উপজেলার বন্যাতলা বেড়িবাঁধ, পদ্মপুকুর, জেলেখালী বেড়িবাঁধ, গাবুরা, দাতিনাখালী বেড়িবাঁধ, বুড়িগোয়ালিনী প্রচন্ড বাতাস ও পানির চাপে ভেঙে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজার গিফারী সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন