শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ওমিক্রন : নেদারল্যান্ডসে লকডাউন ঘোষণা

মহামারী করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার প্রতিরোধে বড়দিনের উৎসবকে সামনে রেখেই কঠোর লকডাউন ঘোষণা করেছে নেদারল্যান্ডস। আজ রবিবার সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা যায়, দেশটিতে কমপক্ষে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত বন্ধ থাকবে অপ্রয়োজনীয় দোকান, জিম, বার, রেস্তোরাঁ ও অন্যান্য পাবলিক ভেন্যুগুলো। যা এখন পর্যন্ত ওমিক্রনের সংক্রমণ নিয়ন্ত্রণে ঘোষিত সবচেয়ে কঠোর বিধিনিষেধ।

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট জানান, এই বিধিনিষেধ ‘অনিবার্য’ ছিল।

গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, এখন আমি বিষন্ন অবস্থায় আছি। আরও অনেক মানুষের হয়তো একই অবস্থা। এক বাক্যে বলতে গেলে, আগামীকাল থেকে নেদারল্যান্ডস আবার লকডাউনে ফিরছে।

আনন্দবাজার/ টি এস পি

আরও পড়ুনঃ  অবশেষে ভারত মহাসাগরে পড়ল চীনা রকেটের ধ্বংসাবশেষ

সংবাদটি শেয়ার করুন